তোমায় ছুঁয়ে শপথ নিলাম
সেই যে আমি শহীদ হবার
প্রথম দেখার প্রথম দিনে
বিপ্লবেরই অগ্নি সভার
তোমার মুখে ফুটলো বারুদ
বিস্ফোরিত হৃদয় সবার ।।
তোমার চোখের সেই যে আগুন
আমার বুকে জ্বাললো ফাগুন
কৃষ্ণচূড়ার পাঁপড়ি হলাম
বুকের খুনে রক্ত- জবার ।।
শোঁকের নদী হলাম শেষে
বিষাদ রঙে তোমার কেশে ।।
স্বৈরাচারীর হবেই পতন
শহীদ হলে আমার মতন
তোমার মত প্রেমিক পেলে
মরবো আমি আরো ক’বার ।।