ভুলতে বোলো না তারে
ভুলতে সে পারেই আমারে
ভুলতে গেলে বন্ধুয়ারে আরো মনে হয়
তাকে নিয়েই বাঁচব আর তো কারো সনে নয় ...
তারই আশায় রইব আমি
সকল ব্যথা সইব আমি
পিরিতির কলঙ্কখানি যায় না কোনদিনই জানি
চিরদিনই বারো কথা বারো জনে কয় ….
মনের সাথে পিরিত গাথা কেমনে ছিঁড়ি তারে
মন ছিঁড়িলে কেমনে আবার বাঁচাবে আমারে ।
দেখতে দেখতে ফুরায় যে দিন
দেখার আশা হয় না মলিন
তারে দেখেই মরতে যে আমারো মনে লয় …
বুধবার,১৩/০১/২০২১ ইং, ময়মনসিংহ