সব লোকে কয় পাগল আমি
তোমার দিওয়ানা
তবু তুমি রইলা পাষাণ
আমার হইলা না।।
পথে পথে ঘুরে বেড়াই
যদি দেখা পাই
যদির আশায় পরাণ আমার
এখনো পোড়াই ।।
তবু তুমি রইলা দূরে
কাছে আইলা না।
আমার জীবন রইল পতিত
হইল না আবাদ
ভালোবাইসা তোমায় শুধু
পাইলাম অপবাদ ।।
আর কতকাল করব আমি
প্রেমের পাগলামি
কেউ জানে না জানে শুধু
ঐ অন্তর্যামী । ।
এখন)কয় যে সবে মজনু আমায়
শুধু)তুমি কইলা না।