তুমি যতই মুছবে চিহ্ন
রইব তোমায় ঘিরে
যতই ভুলতে যাবে আমায়
ডুববে স্মৃতির ভিড়ে।।
পড়বে মনে তখন আমায়
পড়বে যখন নোলক
ভাসতেই মনে ছবিটা মোর
হবে চোখ অপলক ।।
সহজে কি ভুলতে আমায়
পারবে বলো কি রে ?
যে দিকেই চাইবে যে ও চোখ
দেখবে আমারি মুখ
কুড়ে নিও স্বপ্নে তুমি
ছিটিয়েছি আমি যে সুখ ।।
যত দূরে যাও গো চলে
এ পৃথিবী হতে
তারা হয়ে জ্বলব আমি
তোমার ঐ পৃথিবীতে ।।
স্মৃতি হয়ে তোমার মনে
আসব ফিরে ফিরে ।।