এই গান যদি/ শেষ গান হয়
তবে বুঝে নিও/ আমি ও যে নাই ।
এই বুকে আছে/ যত প্রেম জমা
আমি) এই গানেতেই/ ঢেলে দিয়ে যাই।।
আমি নেই তবু /আছি জেনে রেখো
আমার গানের/ রঙ তবু মেখো
করুন চোখেতে / আমাকেই দেখো
যখন আধাঁর/ নামে সন্ধ্যায়।
যত সুর আছে /কন্ঠে আমার
দিয়ে যাব আমি/ উপহার তাই ।।
এই গানে যদি/ আসে প্রস্থান
পৃথিবী আমার/ হয় যদি ম্লান
গানের কথার/ আলো জ্বেলে তুমি
আমাকেই কোরো/ তবে আহবান।।
মৃত্যুর পাড়ে/ দাড়িয়েও আজ
তবু ভালোবাসি / বলবতো আমি
তোমার হৃদয় /এতটাই দামি
আমি) মরণ শেষেও/ তোমাকেই চাই।।