(মাওলা)
তুমি ছাড়া নাই কোন পথ
রক্ষা করো এ জনপদ
তোমার অধম বান্দা কাঁদে
ভুল করে হারায়ে পথ ।।
জানি তুমি করবে ক্ষমা
দু'হাত ফিরায়ে দিবানা
বুকেতে সে আশা জমা
করে দাও তুমি মার্জনা ।।
(মাওলা)
তুমি ছাড়া নাই যে গতি
বিচার দিনের অধিপতি
মিযানেতে দেবার মত
নাই জমা নাই এক দানা সৎ ।।