সখি প্রেমে তোর কেন এত ছল
বুঝেছি আমি ও প্রেমই নকল ।।
কাছে টেনে কেন দিস দূরে ঠেলে
ভালোবেসে কেন বিষ দিলি ঢেলে
ও বিষের জ্বালা সয়নারে বালা
আমি দিনে দিনে হবরে পাগল ।।
মনে ছিল কাঁটা দেখেছি গোলাপ
বুঝি নাই তোর পাগল প্রলাপ ।।
আমার বুকেতে পুড়িছে হৃদয়
বন্ধু ও তুই নিঠুর নিদয়
করে প্রেম মেকি বুঝলেনা সে কি
কত ব্যথা পেলে চোখে ঝরে জল ।।