পিরিতি এমন জ্বালা সই
সে জ্বালা কইতে পারি না রে
সে জ্বালা সইতে পারি না রে
চোখে শুধু নদী থইথই ।।


পড়েছি জ্বালার মালা গলে
সে মালার জ্বালা পোড়ে মোরে
নিতুই বন্ধু আমায় ওরে
পিরিতি চাবুক মারে জোরে ।।
মনের আগুন বুকে পুষি
রাখি এ বুকের ব্যথা কই ।


এমনি যে বিষ পিরিতির
কেটেছে আমায় যেন সাপে
বিষে নীল হয়রে জীবন
সখী তোর প্রেম অভিশাপে ।।


পিরিতির জ্বরে কাঁপে দেহ
আর ঝড়ে ভাঙে মন কেহ
ভালোবাসা চলে গেলে
উপড়ে শিকর দেয় রে ফেলে ।
সখের পিরিতি মুখ খুলে কয়
সখা আমি তোর আর নই ।।