ভালোবাসা পাইনি আমি
দুঃখ পেয়েছি বহুগুণ
তোমার পাষাণ হৃদয় ঘষে
পেয়েছি রে বন্ধু আগুন ।।
সে আগুনে পুড়ছে যে মন
জ্বলে গেছে আমার জীবন
চাইনা তোমার প্রেম আর এখন
ভালোবেসে হয়েছি খুন ।।
দৃষ্টি ফুরায় ঝাপসা চোখে
অশ্রু শুকায় রক্ত আসে
বৃষ্টি থামে কান্না শেষে
প্রেমের নদী কষ্টে ভাসে ।।
বুকটা জুড়ে হৃদয় পুড়ে
হয়ে গেছে মরুভূমি
পৌষে আমার বসন্ত চাও
দূরে থেকে হাসো তুমি।।
আমি পুড়ে মরি যখন
হৃদয়হীনার আসে ফাগুন ।।