আমার পথে কেন এত বাঁধা
আমার পথে শুধু বিছায় কাঁটা
আমার বেলায় অদ্ভুত নিয়ম নীতি
কারো বেলায় নীতি পড়ে ভাটা ।।
আমার পথেই কেবল ছিটাও কংকর
আমায় শুধু উপহার দাও কন্টকাসন
আমার গতিরোধ যে চলে কেবল
ও বন্ধু আমাকেই করো শাসন ।।
যত পারো আমায় মারো বন্ধু
আমার মুখে তোমার নিয়ম ঝাটা ।
আমায় ভরো তোমার বন্দীশালায়
তোমার আইন বলছে আমায় কাঁদো
আমায় নিয়ম কানুন শেখাও বন্ধু
নতুন নতুন আরো নীতি বাঁধো ।।
তবু সুখ পাও যদি হও গো সুখী
দুঃখ না হয় আমি মেনে নিলাম
কষ্ট দিয়ে তুমি ভাল থেকো
আমার প্রেম যে তবু তোমায় দিলাম।।
আমি ছেড়ে যেতে পারবনা রে
তোমার শিকল আমার পায়ে আঁটা ।।
(আমার গানের কবিতা কেন সময়মত প্রকাশ হয়না তাই এডমিনের উদ্দেশ্যে এই গানের কবিতা লেখা)