মনের ভিতর মনের কথা রইল গোপন
মনের ভিতর গাথা মালা যায় শুকিয়ে
ভালোবাসি এ কথাটি বলতে তবু
কবে থেকে আছে এ মন যে মুখিয়ে ।।


আমার দেয়া হৃদয়খানি নাই বা নিলে
রইল না হয় তোমার কাছে অগোচরে
নাই বা আমায় ডাকলে কাছে প্রিয় ওগো
হঠাৎ যদি ভালোবাস অবসরে ।।
সে আশাতে আমার এ মন হয় উচাটন
কেউ না জানুক রাখব আমি খুব লুকিয়ে ।।


কোনদিনও কি হবে না সে কথাটি
কোনকালে বন্ধু তবে তোমায় বলা
তোমার হাতে রেখে আমার এ দুটি হাত
পাশাপাশি হেসে হেসে পথ গো চলা। ।


চোখে চোখে গোপন এ প্রেম বুঝে নিও
নাই বা জানুক এ যে প্রণয় কেউ দুনিয়ার
তোমায় তবু ভালোবাসি গো আড়ালে
তবু বাসা বাঁধি আমি মন মুনিয়ার।।
পাইনা কেন বলতে আজো ঐ সে কথা
লাজে আমি মাথা শুধু যাই ঠুকিয়ে ।।