গোলাপীরে ও গোলাপী
এখনো আমার কথা মনে পড়ে কি?
আমায় ভেবে ও চোখে জল ঝরে কি? ।।


এই ঘর ঐ ঘর চোর চোর খেলা
মনে কি রে পড়ে আজো হলে একেলা ।।
পড়ার ছুঁতোয় মিছে বই নিয়ে এলি
চালাকির স্মৃতি মনে খেলা করে কি ?...


এখনো দুপুরে যদি ডাকে কোন ঘুঘু
বুকের ভেতর কি রে করে ওঠে হু হু..।।


পুতুল পালকী ও রাখা কিছু ফেলনা
আছে তোর যেখানে পুরোনো খেলনা
থমকে যাস তুই মাঝে মাঝে আজো
গেলে স্মৃতিময় সেই খেলা ঘরে কি?....