আজো মনে পড়ে তার দুটি চোখ
সেই যে দেখা ওগো হয়েছিল
শিহরণ যে আজো মনে জাগে
কিভাবে সে মনটা কেড়ে নিল ।।
নয়ন বাণে করেছিল সে খুন
তারই প্রেমে ডুবে গেছে এ মন
এ হৃদয় যে করেছে সে দখল
বুঝিনি ও মানসী যে কখন ।
কি এক মায়ায় আমায় জড়িয়ে নিল।
মন কেড়েছে ওরে মায়াবিনী
তার চাহনি পাগল বানিয়েছে
তারে আমি ভুলবোরে কেমনে
সে যে আমার মন কেড়ে নিয়েছে ।।
সেই মুখখানি ভেসে ওঠে বারবার
স্বপনেতে দেখি কাছে আসতে
এ মন করে ওগো আনচান সখি
তাকে শুধু চাই বধূ ভালবাসতে ।।
সে যে অসুখ দিয়ে সুখ কাড়িল ।