মনে মনে হয় যদি মিল
কার কি আসে যায়
তোমার আমার প্রেমের বাঁধা
নাই রে দুনিয়ায় ।।


ভাল লাগা ভালোবাসা
এ যে খোদার দান
কে আছে যে করে প্রেমের
কোন অপমান। ।
পারবে না কেউ করতে দু' ভাগ
তোমায় আর আমায়।


কেউ)চাঁদ কুমুদের বাঁধন যেমন
ছিঁড়তে পারে নাই
তোমার আমার প্রেম সুতোটাও
ছেঁড়া তেমন দায় ।।


এ)প্রেমের কথা কইতে গেলে
রাত হবে যে ভোর
কার সাহস হয় এমন প্রেমের
খুলতে যাবি জোড় ।।
যে জোড় বাধে আসমানেতে
স্বয়ং বিধাতায় ।