হৃদয়ের দাগ মুছে ফেলে
আমায় তুমিও ভুলে যাও
ভালোবাসার কবর দিয়ে
মন থেকে মন খুলে নাও ।।
পেছনের ফেলে আসা দিন
আমাদের ছিল যত সুখ
আর ভালোবাসা ভুলে যাও
আর জলে ভাসিওনা বুক ।।
নিমিষে ধুয়ে মুছে রে প্রিয়া
সাফ করে মাফ করে দাও।
দরদিয়া ও আমায় নিয়া
একটুও রে আর ভেবনা
আমি তো ভাল আছি ভুলেই
প্রিয়া দুঃখ আর দেবনা ।।
একদিন হয় তবু হয়
পাথর ঘষলে কিছু ক্ষয়
পাষাণ বুক ঘষে ঘষে গো
যেন বৃথা হল পরিণয় ।।
এবার এ পাষাণ বাঁধন
চিরতরে দাও খুলে দাও।