বিশ্বাসেতে মেলায় বস্তু
তর্কে গেলে বাঁধে সাধ
বিশ্বাস অগাধ আছে মনে
মওলা আমার এক-আহাদ ৷৷  


মা'বুদ নিয়ে নাই রে আমার
মনেতে কোন দ্বিধা
উল্টো পথে যাই না আমি
চলিতে যে চাই সিধা ৷৷  
এক কোরানে পরান আমার
এক আল্লাহতে পাই আজাদ..


একের পাগল ছিলো বেলাল
এক ছাড়া দুই নয় যে হালাল  
এক আমার সব
এক আমার রব ৷৷


সবখানে এক এলাহ্ আমার
সেই এলা' তে নাই বিবাদ
সব রেখে তাঁর কাছে গেলে
মন পাবি মওলারি স্বাদ ৷৷