আমার)চোখের পানি
শুকায় আমার আপন চোখেতে
কোন পাষাণীর প্রেমে কাঁদি
সুধায় লোকেতে। ।


বলে মানুষ নিঃঠুর প্রিয়া
পাথরসম যেন
এমন নিদয় মানুষ ওকি
হয়রে কখনো।
বলে লোকে ভুলতে পাষাণ
অমন প্রিয়াকে
তবু বলি থাকবে প্রিয়া
আমার বুকেতে।।


সব লোকে কয় অন্ধ হবি
ফুরলে আঁখি জল
আমি বলি দেখব তবু
পিরিতির অনল।।


তোমার আগুন ছোবে হৃদয়
পোড়াবে এ বুক
সে আগুনে তোমার ছোঁয়ায়
পাব আমি সুখ।
বলবে লোকে মজনু আমায়
লাইলি কোথায় রে
বলব আমি সে তো আমার
আছে মনেতে ।।