ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ
ঐ খানেতে থাকে
আমার প্রাণের প্রিয়া।


এই বুকেতে বাস করে সে
ভালোবাসার চাষ করে সে
কখন জানি চলে গেছে
আমায় ফাঁকি দিয়া ।।
ঐ খানেতে .............. প্রিয়া ।


আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই
হঠাৎ যদি আমার প্রিয়ার
দেখা আমি পাই ।।
মনটা ভরে দেখব তারে
এ দুটি চোখ দিয়া।
ঐ খানেতে ..............প্রিয়া।


আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ
এত ডাকি তবু কথা
কবেনারে বউ ।।
কবর দেশে ঘুমায়াছে
সে না জাগানিয়া ।
ঐ খানেতে ..................প্রিয়া।