খেলার সাথী পুতুল আমার
অন্য কারো আজ
আমার) পুতুল বউয়ের ঘোমটা খুলে
ভাঙিছে কে লাজ।।
আমার পুতুল চোখের মণি
নজর কাড়া চোখ
দেখিছে আজ সেই চোখেতে
ভিন্ন কোন লোক।।
ও তার)চোখের কাজল ভেজে যদি
সোনার প্রতিমার
কেউ না জানুক জানব আমি
আমার)পড়বে বুকে বাজ ।
আমার পুতুল করলে চুরি
কোন)ভিন গাঁয়ের এক চোর
চোরা হাতে পুতুল আমার
করিস না আদর।।
ফিরিয়ে দে আমার পুতুল
কাঁদাসনে রে আর
আমি ছাড়া বাঁচবে না রে
পুতুলটা আমার ।।
এমন) পুতুল চুরি কেউ করো না
কারো সর্বনাশ
এই জগতে এমন চুরি
নয়রে ভাল কাজ।