আমি চলে গেলে খুজে পাবে মোরে
আমার গানে
ভুলে গেলে মোরে গানের কথা গো
বাঁজবে কানে ।।


জোৎস্না বৃষ্টি এলে জানালায়
দেখবে আমায়
শরতের মেঘ হবো আকাশের
আলো ছায়ায় ।।
গোধূলিতে পাখি হয়ে উড়ব যে
আকাশ পানে ।


মাঝরাতে যদি বলাকা কাঁদেরে
বাঁশের বনে
তোমারি বিরহে কাঁদছি আমি যে
রেখো গো মনে ।।


নির্ঘুম রাতে ব্যথাময় চাঁদ
হবো আখিঠার চোখেতে বিষাদ ।।
হাটো যদি ভোরে ভিজবে নাঙা পা
আমার অশ্রু শিশির বানে।