খুব ভাল হত যদি জানা যেত
কখনও প্রিয়ার ও মন
বৃষ্টি নামবে না কি হবে ঝড়
মেঘ বাতাসেরই মতন ।।


হঠাৎ দমকা হাওয়ার কবলে
পড়তে হতনা আমারও
মন বুঝে বুঝে ভালবাসা যেত
অভিমানী প্রিয়াকে আরো ।।
ভুল বুঝাবুঝি হতনা প্রেমের
হঠাৎ ছন্দ পতন ।


মন আবহাওয়া যদি জানা যেত
ক্ষণে ক্ষণে তার
যদি পেত মন খবর গোপন
হৃদয় বেতার।।


তারে ভালোবাসা হত যে সফল
মন পাওয়া যেত কেবল
তারে জেনে বুঝে তবে বলা যেত
আমি তার প্রেম পাগল ।।
তার চোখ দেখে এখনো বুঝিনা
আমি কি হয়েছি আপন ?