ভালোবাসি এ কথা/পারিনি বলতে
গানে গানে বলব/সে কথাটি আজ
পারব না বিরহে/আমি তো জ্বলতে।।
ভালোবাসা সে কিরে/শুধুই আগুন
ফাগুন কি আসে না/তবে কেউ বল
প্রেম কি হয় তবে /শুধুই বিফল ?
প্রদীপ চিরদিন/পোড়াবে কি সলতে ? ।।
আজ কোন দ্বিধাই/রাখব না মনে
ভাঙবোরে অজানা/সংকোচ সব
তোমায় পেতে সব/বাঁধা ডিঙাবোই ।।
ভালোবাসি তোমায়/বলেতো দিলাম
এবার তবে কাছে/টেনে তুমি নাও
ভাল লাগে না আর/লুকোচুরি খেলতে ।।