তোমার দু'চোখ হতে যদি হারিয়ে
যাইরে কভু হে প্রিয়
আমি তো লুকিয়ে আছি তোমাতে
হৃদয় চিরে দেখিও ।।


কোন রাত ঐ চাঁদ যায় ডুবে যদি গো
হবো তারা আকাশে
আমি আছি কাছাকাছি সারাক্ষণ
কোরোনা চোখ বাঁকা যে ।।
বিরহে কেঁদোনা সখী তবুও
ভালোবাসা রাখিও ।।


আমি রবো তোমার চোখের মণিতে
দূরে খুজতে যেওনা
দেখবে চোখের প্রতি পলে আমাকে
মিছে কাঁঁদতে চেওনা ।।


চোখের আড়াল হলে সেদিন আমি তো
থাকব তবু তোমারি
যেন শফেদ শাড়ী তুমি পোরোনা
থেক তবু কুমারী ।।
প্রতি রাতে আসব আমি বঁধুয়া
জানলা খুুলে থাকিও ।