আমার মরণ হলেও গো
হবেনা প্রেমের তো মরণ
জেনো আমি ছুটে আসবই
যখনি করবে হে স্মরণ ।।
আমি মিশে আছি ও হৃদয়ে
দেখিবে যখনি তুমি চা'বে
ডাকতেই ঐ বুক থেকে
শুনতে জবাব তুমি পাবে।।
তোমার চোখের আমি তারা
আমি বিনা দেখা অকারণ ।
আমি তো থাকব রে তোমার
ঘরেরি চার দেয়াল জুড়ে
জেনে রেখো রে আমি তো নই
তোমার থেকে গো বেশি দূরে ।।
আমি তোমারি ও হিয়া মাঝে
বানিয়েছি প্রেমের কবর
চাইলেই পারবে নিতে রে
প্রিয় তুমি আমার খবর ।।
আমি মরেও থাকব বেঁচে
হবো প্রেমের উদাহরণ।