হারিয়েছি তোমায় খুুঁজি কোথায়
কাঁদি সাগর সম অশ্রু ফেনায়
নিশির শিশির যেন কাঁদে ব্যথায় ।।


দিন কি যায় কাটেনা আমার তো রাত
অঝরে যে ঝরে অশ্রু প্রপাত
অমানিশায় চলে গেছে গো চাঁদ
ঝরে আঁধার লুকানো জোছনায় ।।


মেঘের ভেলায় চড়ে তোমায় খুঁজি
উঁকি দেই আকাশের কোনে কোনে
তোমার খবর ছড়াই গো বাতাসে
রাখতে পারবেনা কেউ রে গোপনে ।।


আমার এ বিরহ দুঃখ ঠেলে
দিন রাত খুঁজি মনের পাখা মেলে
একবার তোমায় সখী খুঁজে পেলে
শিকল পরাব জেন তোমার ঐ পায় ।।