আমার গানের কথা হবে তুমি
তোমার হাসি হবে যে সুর
আমার মনের রাণী হবে তুমি
জীবন যাবে গো যত দূর ।।
জোছনামূখী কবি আমি ওগো
ভালবাসি যে শতদল
পদ্মমধু খোজা মাছি সম
খুঁজেছি গো সব দিঘী জল।
তোমার কাছে এসে মনে হল
যেন আজকে জীবন ভরপুর ।।
সারা জীবন যদি থাকো পাশে
তোমার কাছে হব ঋণী
গোলাপ হয়ে ফুটবে গান আমার
হৃদয়েতে চিরদিনি ।।
আমার গানের কথামালা সাজতো
বধূয়া গো তোমায় ঘিরে
পৃথিবীতে বারবার আসতাম
আমি তোমায় পেতে ফিরে ।।
আমরা অমর সঙ্গী হতাম ওগো
হত কত বল মধুর ।