ফের দেখা হতো যদি দুজনার
পথ ভুলে কোন এক অজানার
মেঠো পথে ।।


চোখে চোখ যদি পড়তো সখি গো
পুরনো সে প্রেম জাগতো ওকি গো
হৃদয়েতে ।।


হঠাৎ তোমার মনেতে চমকে
উঠেই স্মৃতিরা যাবে কি থমকে
আধো রাতে ।।


চলে কি যেতো গো চোখের ও ঘুম
ফিরে কি পেতে গো প্রেমেরি মৌসুম
সেই হতে ।।