যতখানি দিয়েছো /গো ব্যথা
পারে না এ বুক তা/ধরতে
সইতে পারি না রে /পাষাণ
বলো এবার তবে / মরতে ।।


জীবিত পশুটির/ছাড়ালে
চামড়া দেহ হতে
তার চেয়ে কষ্ট/যে বেশি
এই বুকেরি ক্ষতে ।।
পারব না বোঝাতে/ কত রক্ত আসে
দু'চোখেতে অশ্রু/ ঝরতে।


উপচে পড়ে দুখ/খ যে
বুকের বিরহ সা/গরে
মন আকাশে কষ/টের
জমেছে মেঘ কালো/ করে ।।


আমার জ্বালা যদি
বুঝতো ও আগুন
বলতো সেই ভালো/আছে
এ বেদনার ভার
জানলে ও পাহাড়
কাঁদতো বসে মোর /পাশে ।।
আমার কষ্ট যে/ এ ধরায় ধরে না
ছোট বুকে পারি কি/ ভরতে?।