জানিনা একেই কিরে
ভালবাসা কয়
শুধু তোকেই দেখতে দু'
চোখ চেয়ে রয় ।।


আমি নাওয়া খাওয়া ছেড়ে
ভাবি তোর কথা
একাকি থাকতে চাই
আর নিরবতা ।।
তোকে ছাড়া কাটতে যে
চায়না সময় ।


নির্ঘু্ম রাত যে কাটে
সখিরে আমার
ছটফট করে যে মন
কেন রে বারবার? ।।


উতাল পাথাল কেন
হৃদয়ের ঘর
থেকে থেকে কেঁপে কেঁপে
আসে কেন জ্বর ।।
বুুকেতে পাগল করা
ঝড় কেন বয় ।