এ জনমে যদি পাওয়া হলনা
ও জনমে তবে দিও গো হিয়া
এ জনমে মিটিলনা সাধ
ও জনমে ডাকিবরে ও প্রিয়া ।।


পৃথিবীতে যে সুখ ওগো দিলেনা
ও জনমের তরে তুলে রাখিও
যে মুখখানি ভাল করে দেখি নাই
সেই মুখখানি দেখিতে দিও  ।।
দেখবরে চোখ দুটি তোর কাছে নিয়া ।


এ জনমের ভালবাসা ছলনা
পাশা পাশি বসে হাসা হলনা
হাতটি ধরে হলনাতো গো হাটা
বুকে বিঁধে র'লো গো সেই যে কাঁটা ।


পাই যেন গো জীবনেরই ওপাড়ে
হৃদয়েতে রেখেছি গো তোমাকেই
যেওনা গো হারিয়ে ও জনমে
ভালবাসতে তোমাকে রে যাব যেই ।।
পালাতে রে দেবনা হে তোমারে
চোখেতে চোখ রাখিবরে বাধিয়া।