আজ পূর্ণ চাঁদের রাত বন্ধু
তোমাকে দিলাম উপহার
আজকে পড়ছে মনে ও মুখ
সুগন্ধি সে অলক তোমার ।।


তোমার চোখ আর ও নরম হাত
করতো মাতাল যে শাড়ীর ঘ্রাণ
পড়ছে মনে রে আজ বারবার
তোমার বুক আমার সুখ অম্লান ।।
তোমার প্রেম আজ যেন বলছে
এ রাত মিলনের আর ক্ষমার ।।


আজ উপহার দিলাম এ গান
দিলাম আজ মিলনের এ সুর
ভালোবেসে ফিরে এসো
তুমি থাকো যত গো দূর ।।


দিলাম জীবন ও উপহার
মরণ এলেও রইব তোমার
আজকে আমি নিলাম শপথ
ছাড়বনা আর প্রেমের এই পথ ।।
আছে যত ভালোবাসা
জেনো তুমি অনুুপমার  ।।