ক্ষমা কোরো বন্ধু আমায়
দেখা হবে অন্যলোকে
সেই ভাল হয় বন্ধু ওগো
যদি ভুুলতে এক পলকে ।।


স্মৃৃতিগুলো সব মুুছিও
কে বলো চায় পুুরনোকে?
আমার নামখানি ভুুলে যেও
ভুুল করেও কেউ যদি ডাকে ।।
ভুুলে যাও সে আমার ছোঁয়া
লেগেছে যা ঐ অলকে ।


জ্বেলে দিও গো গানের খাতা
যেন মোছে আমারি সুুর
আঁখিকোণে জল এনো না
চলে গেছি আজ বহুদূর ।।


ক্ষমা করো আর ভুলে যাও
আমায় খুুজিও পরপাড়ে
এ জনমে আর পাবেনা
যতই খোজ হে আমারে ।।
মুছে ফেলো আমার ছোঁয়া
লেগেছে যা ঐ নোলকে ।