চিরদিনই আমি মুক্ত তবু হায়
মিছে কেন বাঁধতে চাইলে আমায় ।।
ছেড়ে দাও সে আশা আমাকে পাবার
আমি পাখি হবো না তোমার ও খাঁচার...


যে বনের পাখিটি ডাকে আপন মনে
বেসুরো লাগে কি তারে কোন ক্ষণে ।।
আমি পোষা ময়না হবো না তোমার
হাতের পুতুল হয়ে মানে কী বাঁচার?...


আমার কাকলিরে কেউ বা বলিতে চান
কেউ বা ভালবেসে বলে একেই গান ।।


চিরদিনই আমি ঐ খোলা আকাশে
উড়ে উড়ে কথা ক'ব খোলা বাতাসে ।।
পাখির পায়ে সোনার শিকল দিয়ে
বেঁধে রাখা জেনো শুধু অনাচার...