তুমি নাই আজ তাই বিস্বাদ দিন
তুমি নাই আজ তাই অবসাদ রাত
তুমি নাই জোৎস্না যে ভালো লাগে না
কবিতায় নাই মন তাই তুমিহীন ।।
আকাশে জ্বলছে সেই তারাটাই
বাগানে ফুটেছে নিশিগন্ধাই
আজ আনমনা তবু কিছু দেখি না
তার ঘ্রাণ পাই না যে আজ কত দিন ।।
তুমি ছাড়া ঝড় বুকে ঘূর্ণি বাও
অমানিশা মনে হয় পূর্ণিমাও ।।
ভেতর বাহির আজ ক্ষত-বিক্ষত
তুমিহীনা এ জীবন মরনের মতো
তুমিহীনা মৃত্যু যে আসে প্রতিদিন
চাই না স্বর্গ যদি হয় তুমিহীন ।।