বিরহের রঙ বুঝি কালো
কেড়ে নেয় যেন সব আলো
নয়ত বিরহ তবে লাল
কেঁদে কেঁদে দু'চোখ মাখালো ।।
কভু ডোরা কাটা রঙ আর
সাপ হয়ে ফণা থাকে তুলে
কত যে মিশেল রঙ তার
কষ্ট রঙের কাঁটা ফুলে ।।
কখনো বিরহ নীল বিষ
সারাটি দেহেতে ছড়ালো।
রঙিন বিরহে রাঙা জীবন
ক'জনেরি থাকে আর ভালে
ভালোবাসায় দুঃখ যে শুধু
প্রিয়া আমায় বোঝালে । ।
বিরহ হলুদ হতে পারে
ঝরা পাতা হয়ে ঝরে
সাদা মেঘ রঙটাও
আধার কালো আষাঢ়ে ।।
বিরহের জল রঙ বুঝি
তাই অশ্রু হয়ে ভাসালো ।