সেই তো ভালো হত বন্ধু
আমায় যদি করতে ঘৃণা
ভালোবাসা চাইনা তোমার
বিরহ চাই তোমায় বিনা ।।
তোমার আঘাত আমি যে চাই
বাঁচব ক্ষত চিহ্ন নিয়ে
জানবে লোকে প্রেমিক তোমার
তুমি আমার বলবে প্রিয়ে ।।
বলবে তোমায় পাথর লোকে
বলবে তোমায় হৃদয়হীনা ।
চাইনা হাসি তোমার ঠোটে
ধিক্কার তুমি দিও বদলে
তোমার চোখের আগুন দিও
পুড়ব প্রেমের ঐ অনলে ।।
প্রেমের কষ্ট আমাকে দাও
সুখ সে আমি ভেবে নেব
পার যত দুঃখরে দাও
ভালোবাসা তবু দেব ।।
আমায় প্রেমের বিষ দাও আরো
বাজাও জোরে ব্যথার বীণা ।