প্রিয়)আর কতদিন /ঠেলবে দূরে
পিছু পিছু/কত মন আর /মরবে ঘুরে ।।
কত)পূর্ণিমা যে ঝরে গেল
কত) ঝর্ণা ঝরে /ব্যথার নদী/ হলো।।
কেঁদে কেঁদে / নির্ঘুম রাত/গেল কত/ফুরে..
আমি চাতক সে চৈত্র বৃষ্টি
সে তো অন্ধ তবু চাই দৃষ্টি ।।
ভালো)বাসবে না সে/মিছে শুধু
চেয়ে চেয়ে/ তার পথে মন/মরছে পুড়ে ।।