আমি তো তোমারি আছি
তোমাকে যে শুধু খুঁজি
রাখিনা চোখ কারো চোখে
প্রেম বলতে তোমায় বুঝি ।।
দেখেছিতো তোমায় আমি
দেখবনা আর কারো মুখ যে
কারো কাছে পাবোনা আর
কোনদিনও আমি সুখ যে ।।
দুনিয়ায় সব কিছু ফেলে
তোমার বুকে মাথা গুঁজি ।
কারো হতে পারনা আর
তুমি শুধু আমার জন্য
ভালোবেসে ভুলে যেওনা
প্রেম তো নয় আর পণ্য ।।
তোমায় পাশে না পাই যদি
পৃথিবীটা লাগবে শূন্য
তোমার আমার প্রেম হলে পাপ
চাই না তবে কোন পুণ্য।।
তোমায় ছাড়া বাঁচবনা গো
বলে দিলাম সোজাসুজি ।।