আমার বুকের হাড়ে গড়াই
তোমার অলংকার
বুকে জমা রক্ত আমার
দেব উপহার ।।
আমার গানের কথার ফুলে
গড়ব কানের দুল
আমার গানের কথার সুরে
ভাঙবে তোমার ভুল ।।
ভাল তোমায় বাসতে গিয়ে
আমি মরব কত যে বার ।
আমার আগুন তোমার ফাগুন
বিরহ হোক সুখ
আমার চোখে আয়না তোমার
দেখো তাতে মুখ ।।
তোমায় ভোলা আমার মরণ
চাই না কোনদিন
তোমার প্রেমের কাছে আমার
রইল যত ঋণ ।।
আমি সব জনমে চাইব কাছে
আমি এমন প্রেমিক তোমার ।