আমার অন্তর পোড়া বুকে
খোড়া প্রেম কবর
ভালোবাসা মরলরে কেউ
নিলনা খবর ।।
ভাঙা পাঁজর ঘেরা গোড়
অন্তর মরা লাশ
অকাল প্রেমের আত্বহনন
আমার সর্বনাশ ।।
আমার মেওয়া ফলেনারে
করেছি সবর।
চোখের পানি শুকায় চোখে
জীবন খরায়
ভালোবাসার দাফন কাফন
করোরে ত্বরায় ।।
জীবন মরণ সমান এখন
আমারি কাছে
মন মরিলে ভূবনে কি
পিরিতি বাঁচে ।।
মরন যেন হয়রে আমার
তোমরা দিও সে বর ।