আমার বিরহ বইব একাই
দেবনারে ভাগ আমি তোমারে
এ বুক যদিরে যায় পুড়ে যায়
কভু বুঝতেই আমি দেবনারে ।।


আমার জ্বালার প্রেম মালাখানি
রাখিব আমারি আপন গলে
ভাসিব বধূয়া একা চিরদিনি
আমার দুঃখ আখি জলে ।।
তবু সুখে থেকো আমিই না হয়
রইব আঁধারে ।


আমার আগুন লুকিয়ে রাখিব
আপন বুকে
তোমাকে দেবনা আমার আগুনে
পুুড়িতে দুঃখে ।।


আমি সয়ে যাব তোমার দেয়া সে
প্রেম প্রতিদান
তোমার আঘাত জানিবে আশিষ
আমার পরাণ ।।
আমি বধূ তবু ভালবেসে যাব
শুধু তোমারে ।