আজো তোমায় ভালবাস‌ি বন্ধু
আম‌ি আজো পথ চেয়ে আছি
তোমার জন্য আজো লিখ‌ি গান
দূরে থেকেও কাছাকাছি ।।


এখনও)জাগি জোৎস্না নিশি
নির্ম‌েঘ আকাশ দেখি
তোমার ঘ্রাণ পাই এখনও
বুঝতে পার না সেকি? ।।
এখনো চাই তোমায় আমি
খেল না আর কানামাছি  ।।


কবে হবে শেষ এ ছেলে খেলা
ফিরবে আবার আমার কাছে
স‌ে খুশিতে হৃদয় আমার
যেন মৌমাছি গুন গুন নাচে ।।


এখনো তোমায় ভেবে
কষ্ট জাগে না পাবার
তুমি নেই ভাবতেই
চোখে আসে জল আবার ।।
এখনো কি আসার সময় হল না
বলে গেলে তুমি সেই যে 'আসি' ।