আজ যদি বৃষ্টি হতো
তোমার নূপুরের শব্দের মতো
কানে যেন সুখ বাঁজতো
ভালোবাসায় মন ভরে যে যেতো ।।
আজ যদি বৃষ্টি হতো
তোমায় পাওয়া যেতো কাছে
মন খুলে সব কথা বলতাম
তোমায় যতো কথা আছে ।।
দু'চোখ ভরে শুধু দেখতাম
স্বর্গ সুখটা মন খুঁজে যে পেতো ।
আজ মেঘেদের ডেকে ডেকে বলি
ধরায় নেমে এসে হোক জলকেলি ।।
আজকের এই দিন রাখতাম মনে
হাত ধরে ভিজতাম শুধু দু'জনে ।।
যদি আজ বৃষ্টিরা এই হৃদয়ের
যত আকুলতার কথা শুনতো ।