বাংলার আকাশে সোনালি রোদ্দুর,
বাতাসে বাজে শান্তির সুর।
নীল দিগন্তে মেঘের ভেলা,
কখনো রোদে, কখনো বৃষ্টি খেলা।
মাঠের ধানে সোনার দোলা,
নদীর তীরে হাওয়া দিচ্ছে ভোলা।
সবুজ ঘাসে শিশিরের স্নান,
বাংলার মাটি হাসে, প্রাণ জুড়ে গান।
পাখির ডাকে ভোরের আলো,
কৃষকের হাতে ফসলের পালা।
বাতাসে মিশে শস্যের ঘ্রাণ,
জীবন জুড়ে জেগে ওঠে পরম টান।
এই আকাশ, এই মাটি, এই বাতাস,
বাংলার সুরে বাঁধা সব আশ্বাস।
প্রাণে বাজে ভালোবাসার গান,
বাংলার মাটি আমার জীবন সমান।