তোমার বিষাদমাখা মেঘের ভেলায় বৃষ্টি আসে আমার নিরব প্রার্থনায়,
আর ফোঁটায় ফোঁটায় বৃষ্টিগুলো তোমার নামের ছন্দ নিয়ে গান শোনায়।।
পড়ন্ত মোর এই বিকেলে
আবেশমাখা ঘুমটি ফেলে
স্বপন কথা গিয়ে ভুলে
তাকিয়ে থাকি জানালায়।
আর ফোঁটায় ফোঁটায় বৃষ্টিগুলো তোমার নামের ছন্দ নিয়ে গান শোনায়।।
কৃষ্ণচূড়ায় মিশে থাকা
তোমার ব্যথা ঝরে গেছে
আমি এখন সেই লাল রঙ
কুঁড়িয়ে রাখি ভালবেসে।
তোমার আছে দুঃখ যত
মেশাও ফুলে অবিরত
ভালবাসা হাসবে তত
যতই বেশি আঘাত পায়।
আর ফোঁটায় ফোঁটায় বৃষ্টিগুলো তোমার নামের ছন্দ নিয়ে গান শোনায়।।
সেদিন তোমার উদাস হাসি
বিষাদ মেঘে যায়নি উড়ে
আমার কাছেই রাখবে বলে
বৃষ্টি হয়ে পড়েছে ঝরে।
আমার নেয়া এই মহাঋণ,
তোমার প্রেমে হয়েছে বিলীন
ফিরে আসলে আবার এদিন
পাওনা যত রাখিও ক্ষমায়।
আর ফোঁটায় ফোঁটায় বৃষ্টিগুলো তোমার নামের ছন্দ নিয়ে গান শোনায়।।