যতোই দুঃখ দাও আমাকে তবু ভালোবাসি,
যতোই দূরে যাও গো সরে তোমার কাছেই আসি।।


মন দিয়েছি তোমায় আমি দিয়েছি এই জীবন,
ভুলবো না তো কভু যতো দিন না আসে মরণ।
আমরা দু’জন জনম ভরে থাকবো কাছা-কাছি ।।


রাতের আকাশ জ্বলে তারা দিনের বেলায় সূর্য
তোমার আসার পথো চেয়ে থাকবো ধরে ধৈর্য।
তুমি-আমি মিলে-মিশে থাকবো পাশা-পাশি।।


মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৪ ফাল্গুন ১৪৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪