আমার থেকে বেশি যদি কেউ তোমায় ভালোবাসে
নির্ভয় চলে যেতে পারো থেকো না আমার আশে ।।


যতোটুকু ভালোবাসি তার চেয়ে বেশি যায় না
আমার আমি এমনই আছি অন্যতে খুঁজে পায় না ।।
চলবে জীবন এমন করেই তোমায় ভালোবেসে । ঐ


যদি তুমি হাসতে পারো সুখ নামের ঐ বন্দরে
ধরায় স্বর্গ দেবে ধরা থাকবে যে মোর অন্তরে ।।
দূরে থেকেই দেখবো তোমায় খুঁজলেই পাবে পাশে । ঐ


আগস্ট ২০১৯