যেতে যে চায় ছুটে এই মন ছোট্ট সোনার গায়ে,
রোজ যেখানে ভাঙ্গে যে ঘুম পাখির ডাকে ছায়ে।।
কোথাও খুঁজে পাবেনা কো এমন কোনো দেশে,
মধুর মায়ায় থাকে মিশে শুধুই বাংলাদেশে।।
এখানে) আকাশ ভাসে মেঘের ভেলায় বৃষ্টি হয়ে পরে
শিশির ভেজা দুর্বা ঘাসে হিরা-মুক্তা ঝরে।।
ধনী-গরীব সুখে দুঃখে থাকে মিলে-মিশে।। ঐ
এখানে) সূর্য দেখে সকাল হাসে চাঁদ দেখে রাত আসে,
ধানের ক্ষেতে খেলা করে সবুজ রোদে মিশে।।
এখানে) গায়ের কৃষক রাখাল শ্রমিক; মিলে সব এক প্রাণে,
সন্ধ্যে হলে আড্ডায় মেতে সুর তুলে সব গানে।।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে/থাকে ভালোবেসে ।। ঐ