কোলে তুলে তোমায় সখি পার করেছি খাল
দেখে লোকে ছবি তুলে করেছে ভাইরাল ।।
পাড়ার লোকে মন্দ কইছে, মুখে-মুখে কথা রইছে
তুমি-আমি হয়ে গেলাম দূর,
লোকের কি আর কাম আছে গীবত করেই ওরা বাঁচে
শোন সখি বাজে প্রেমের সুর ।।
আর কান দেবোনা লোকের কথায় ধরবো না তো তাল ।। ঐ
টুইট করেছে ট্যানেড/trend হয়েছে, ট্যাগ করেছে লাইক পেয়েছে
তোমার আমার ছবি,
পোস্ট করেছে শেয়ার হলো লোক দেখেছে ভিউ পেলো
অবাক হলো সবিই ।।
লড়াই করেই মিলবো মোরা এক করে আকাশ-পাতাল ।।ঐ