চান্নি রাইতে পুষ্প হাতে
বাঁশ বাগানে আইসো,
"মন খুলিয়া পরাণ জুড়াই" ।।
সখি ভালোবাইসো।।
তোমার লাইগা সাজাই রাখছি
হাজার ফুলের বাসর,
মনের রাজ্যে থাকছে তোমার
ভালোবাসার আসর।।
"দূরেই থাইক্কা বলো সখি"।।
সুখ কী তুমি পাইছো । ঐ
তোমায় ভাইবা দিন কাটে মোর
সকাল থেইকা রাইত,
পথে-পথেই ঘুরে বেড়াই
মন থাকেনা বাইত ।।
"আড়াল হইয়াই থাকবা সখি" ।।
তুমি কী তা চাইছো । ঐ